রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর শিল্পকলা একাডেমীতে এই মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, ডেপুটি সিভিল সার্জন ড. মোঃ রাজিউল হক, রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সানিউল হক, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ অলিউল আলম, রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মোঃ জালাল আহমেদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুল হক, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর শারমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার), র্যাব-৫ এর এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, রাজশাহী গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, রাজশাহী ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, রাজশাহী বিজ্ঞ জেলা জজ মীর শফিকুল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার প্রমুখ।
সকাল সাড়ে ১০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে শিল্পকলা অডিটোরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তারা, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব তুলে ধরেন ও তাঁর ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাজশাহী বার্তা/admin