রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনায় আক্রান্ত

সময়: 1:55 pm - December 15, 2020 | | পঠিত হয়েছে: 104 বার

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিভাগের রাজশাহীতে সাতজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, নাটোরে একজন, জয়পুরহাটে পাঁচজন, বগুড়ায় ৩৩ জন, সিরাজগঞ্জে পাঁচজন এবং পাবনায় ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগে ৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ২৬ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ১৩ জন, নওগাঁর একজন, জয়পুরহাটের ছয়জন করে এবং পাবনার দুইজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৫২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৭৪ জন কোভিড-১৯ রোগী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর