রাজশাহীতে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সময়: 6:26 pm - December 15, 2020 | | পঠিত হয়েছে: 131 বার
রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশন (রেডা) রাজশাহী তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে এখনো পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত নগরী গড়তে আরডিএর ভূমিকা অনেক রয়েছে। বড় বড় প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নে আরডিএকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ, চেম্বার অব কমার্স ও রেডার মত বেসরকারী প্রতিষ্ঠানকে উদ্যোগী হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই পরিকল্পিত নগরায়ন করা সম্ভবপর হবে।
তিনি বলেন, দেশের সবচেয়ে সুন্দর নগরী রাজশাহী যার প্রশংসা সর্বত্র। রাজশাহীতে অব্যাহতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। গুণগতমান ভালো রেখে এ নগরীতে বহুতল ভবন নিমাণে রেডার প্রতি অনুরোধ জানান মেয়র।
তিনি বলেন, রাজশাহীতে শিল্পায়ন তেমন হয়নি। ফলে বেকার সমস্যা রয়েই গেছে এ নগরীতে। সরকারী বিশ^বিদ্যালয়, রুয়েট, মেডিক্যাল বিশ^বিদ্যালয় অধ্যয়নরত ছাত্র এ নগরীর অর্থনীতিকে সচল রেখেছে। আরেকটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা হবে। মেয়র বলেন, ইতোমধ্যে সরকার ইতোমধ্যে বিসিক ফেজ-২, শিল্পাঞ্চল, চামড়া শিল্পাঞ্চল স্থাপনের অনুমোদন দিয়েছেন। শিল্পাঞ্চলসমূহের কাজ শুরু হলে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। নগরীর উপশহরে বঙ্গবন্ধু টাওয়ার নির্মিত হবে।
রিয়েল এস্টেট এ্যান্ড ডেভেলপার এসোসিয়েশন রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ার হোসেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ মনিরুজ্জামান, রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। সঞ্চালনা করেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ ও রেডার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর