বগুড়ার আদমদীঘিতে একসঙ্গে বিষপান করে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

সময়: 7:08 pm - December 16, 2020 | | পঠিত হয়েছে: 265 বার

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একইসঙ্গে বিষপান করেছেন। পরে স্ত্রী নূরী বেগমের (৩৫) মৃত্যু হলেও স্বামী সেকেন্দার আলী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামীর বাড়িতেই নূরী বেগম মারা যান।

প্রত্যক্ষদর্শিরা জানায়, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে স্বামী সেকেন্দার আলীর সাথে স্ত্রী নূরী বেগমের পারিবারিক কলহের কারনে বুধবার সকালে একইসঙ্গে তারা বিষপান করেন। এতে ঘটনাস্থলে নূরী বেগম মারা যান। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হচ্ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর