জয়পুরহাটের পাঁচবিবিতে বাঁশঝাড়ে মিলল কিশোরের লাশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশঝাড় থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে পাঁচবিবি-হিলি পাকা রাস্তাসংলগ্ন পশ্চিম রামচন্দ্রপুর এলাকার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার আংড়া গ্রামের নবদ্বীপ চন্দ্র মহন্তর ছেলে সনাতন বর্মণ (১৩)। সে এ বছর বাগজানা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে মোবাইলে ফোন এলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর রাতে আর বাড়ি ফেরেনি সনাতন। ভোরে পাঁচবিবি-হিলি পাকা রাস্তাসংলগ্ন পশ্চিম রামচন্দ্রপুর এলাকার একটি বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ছেলেটিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মাটিতে পুতে রাখার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই স্থানের মাটি প্রচণ্ড শক্ত হওয়ায় গর্ত খুঁড়তে ব্যর্থ হয়ে হত্যাকারীরা মরদেহ রেখেই পালিয়ে যায়। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, মরদেহ ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।
রাজশাহী বার্তা/admin