নওগাঁবাসী পাচ্ছেন ৫০ হাজার টিকা

সময়: 11:00 pm - January 21, 2021 | | পঠিত হয়েছে: 104 বার

ভারত সরকারের দেয়া করোনা প্রতিষেধক টিকার ৫০ হাজার পিচ পাচ্ছেন নওগাঁবাসী। নওগাঁ সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ হাজার পিচ টিকা আসবে। ইতিমধ্যে টিকা সংরক্ষণের জন্য দুটি ঘর প্রস্তুত করা হয়েছে। এছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে কারা আগে টিকা পাবে সে তালিকা প্রস্তুতেরও কাজ চলছে।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্করা অন্যতম। পরবর্তী ধাপে অন্য শ্রেণি পেশার মানুষদের টিকা দেয়া হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর