অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার তৈরি ৫০ লাখ কোভিড-১৯ টিকা ঢাকায় পৌঁছেছে

সময়: 8:16 pm - January 25, 2021 | | পঠিত হয়েছে: 114 বার

সরকারের ক্রয় করা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বাসসকে জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার এই বটিকা সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

তিনি জানান, এই টিকা টঙ্গীর বেক্সিমকোর সংরক্ষণাগারে আনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ ২১ জানুয়ারী ভারত সরকারের শুভেচ্ছা হিসেবে দেওয়া ২০ লাখ কোভিড-১৯ টিকার প্রথম চালান গ্রহণ করে।
দেশে বর্তমানে কোভিড-১৯ টিকা রয়েছে ৭০ লাখ ডোজ। এই টিকার প্রয়োগ ও সংরক্ষণে সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান পাপন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর