বগুড়ায় গৃহহীনদের গৃহ নির্মাণ পরিদর্শন করলো দুদক

সময়: 11:35 pm - January 25, 2021 | | পঠিত হয়েছে: 143 বার

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘির পাড়ে নির্মাণাধীন প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভ‚মিহীনদের জন্য জমি ও গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন দুদক বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা। সোমবার দুপুরে বগুড়া দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম দশটিকার নির্মাণাধীন গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ৬০টি গৃহ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তারা সাংবাদিকদের জানান, যে সেব অভিযোগ উঠেছে তা সরজমিনে দেখার পর সে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দুদকের প্রতিনিধি দলের পরিদর্শনকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা আমির হামজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিশনের (দুদক) বগুড়ার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘির পাড়ে সরকারি ১ নং খাস খতিয়ানের জায়গা ৬০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। যা হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এই গৃহ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি সরজমিনে দেখতে প্রকল্পের গৃহগুলো পরিদর্শন করা হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর