মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সময়: 11:33 pm - January 28, 2021 | | পঠিত হয়েছে: 107 বার
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কাপ বক্সিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবন গ্রীনপ্লাজায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্সারদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী ক্রিকেট ও ফুটবল খেলায় অনেকটা এগিয়ে এগেছে। এখন বক্সিং খেলোয়াড় তৈরিতে পৃষ্ঠপোষকতা করতে চাই। বক্সিং খেলাকে রাজশাহীতে প্রতিষ্ঠিত করা হবে।
রাজশাহী জেলা বক্সিং সমিতির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুননবী অনু, রাসিকের ক্রীড়া স্থায়ী কমিটির সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মো: রোকনুজ্জামান, মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল। সঞ্চালনা করেন জেলা বক্সিং সমিতির সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ।
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় জেলা বক্সিং সমিতির আয়োজনে তিন দিনব্যাপী প্রতিযোগিতায় বিকেএসপি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী সিটি কর্পোরেশন, বিভিন্ন জেলা ও বক্সিং ফেডারেশনের অধিভূক্ত বিভিন্ন ক্লাবসমূহের ১শ ৩৩জন বক্সার অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চারটি স্বর্ণ ও চারটি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), চারটি স্বর্ণ ও একটি রৌপ্য পেয়ে রানার আপ হয় রাজশাহী সিটি কর্পোরেশন। দুটি স্বর্ণ ও দুটি রৌপ্য পেয়ে তৃতীয় স্থান অর্জন করে রাজশাহী জেলা। ২৫ কেজি ওজন শ্রেণিতে এনামুল (মতিন স্মৃতি) ১ম স্থান, মুঈদ (রাজশাহী জেলা) ২য় স্থান, ২৯ কেজি ওজন শ্রেণিতে সিয়াম (রাজশাহী জেলা) ১ম স্থান, রাহিম হোসেন (যশোর জেলা) ২য় স্থান, ৩২ কেজি ওজন শ্রেণিতে আরাফাত হোসেন (রাজশাহী জেলা) ১ম স্থান, কামরুল হাসান (মডার্ণ বক্সিং ক্লাব) ২য় স্থান, ৩৫ কেজি ওজন শ্রেণিতে আলী আহসান (বিকেএসপি) ১ম, রোহান তালুকদার (রাজশাহী জেলা) ২য়, ৩৮ কেজি ওজন শ্রেণিতে শফিকুল ইসলাম (রাজশাহী সিটি কর্পোরেশন) ১ম, সানি ব্যাপারী (বিকেএসপি) ২য়, ৪২ কেজি ওজন শ্রেণিতে আবির মাহমুদ (বিকেএসপি) ১ম, মেহেদী হাসান মীম (রাজশাহী জেলা) ২য়, ৪৫ কেজি ওজন শ্রেণিতে রিয়াজ আহমেদ (রাজশাহী সিটি কর্পোরেশন) ১ম, শাওন ইমরাজ (বিকেএসপি) ২য়, ৪৮ কেজি ওজন শ্রেণিতে আরাফাত মিশু (রাজশাহী সিটি কর্পোরেশন) ১ম, অরন্য হোসেন (মডার্ন বক্সিং ক্লাব) ২য়, ৫১ কেজি ওজন শ্রেণিতে ফয়সাল আহমেদ (বিকেএসপি) ১ম, শেখ লিমন (রাজশাহী জেলা) ২য়, ৫৪ কেজি ওজন শ্রেণিতে উৎসব আহমেদ রাজশাহী সিটি কর্পোরেশন ১ম, মেহেদী হাসান বিকেএসপি ২য়, ৫৭ কেজি ওজন শ্রেণিতে আবির রহমান (মডার্ন বক্সিং ক্লাব) ১ম, তুরকান করিম বিকেএসপি ২য়, ৬০ কেজি ওজন শ্রেণিতে মাহাতির বিকেএসপি ১ম, মিনহাজ রাজশাহী সিটি কর্পোরেশন ২য়, ৪৫ কেজি বালিকা ওজন শ্রেণিতে সুরভী আক্তার প্রিয়া (মডার্ন বক্সিং ক্লাব) ১ম, রুমানা খাতুন পাবনা জেলা ২য়, ৫০ কেজি বালিকা ওজন শ্রেণিতে কায়মা খাতুন চাপাই বক্সিং একাডেমী ১ম, আলো চাপাই পৌরসভা ২য়।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর