রাস্তার কার্পেটিং তুলে জায়গা দখল নেওয়া ঠেকালেন মেয়র লিটন
রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকার রাস্তার জায়গা দখলে নিতে সম্প্রতি কার্পেটিং হওয়া রাস্তা কেটে কার্পেটিং তুলে ফেলে জনৈক ব্যক্তির লোকজন। এ ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। খবর পেয়ে শুক্রবার পৌনে ২টার দিকে সেখানে ছুটে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় এলাকাবাসীর সমস্যা কথা শোনেন এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাসিক মেয়র বলেন, ‘ভবন মালিক এভাবে রাস্তার কার্পেটিং তুলে ফেলে জায়গা দখলে নিতে পারেন না। রাস্তাটি প্রশস্তই থাকবে। শিগগিরই ক্ষতিগ্রস্থ রাস্তাটির কার্পেটিং করা হবে।’ মেয়রের ঘোষণা শুনে আনন্দিত ও উচ্ছ্বসিত হন এলাকাবাসী এবং মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান তারা।
এ সময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, কার্যনির্বাহী সদস্য জানে আলম খান জনি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।