বগুড়ায় ১৫০০ লিটার স্পিরিটসহ হোমিও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার

সময়: 6:55 pm - February 4, 2021 | | পঠিত হয়েছে: 144 বার

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার ব্যক্তিকে ২ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের দেওয়া তথ্য মতে, জেলা শহরের নাটাইপাড়ায় অভিযান চালিয়ে ১৫০০ লিটার রেক্টিফাইট স্পিরিটসহ বিপুল পরিমাণে হোমিওপ্যাথি ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

এর আগে বুধবার দিনব্যাপী পারুল হোমিও, পুনম হোমিও ল্যাবরেটরিজ, খান হোমিও হল ও মুন হোমিও হলে পুলিশ অভিযান চালিয়ে পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকে ২৪ লিটার ও অন্যান্য হোমিও হল থেকে আরো ২ লিটার রেক্টিফাইট স্পিরিট উদ্ধার করে।

একই দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের গালপট্টিতে মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স নবায়ন না থাকায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন।

বগুড়ায় গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বিষাক্ত মদ পানে জেলা শহরের বিভিন্ন জায়াগায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু জেলা পুলিশ বিভাগ থেকে আটজনের কথা সাংবাদিকদের জানানো হয়। পরে লাশগুলোর ময়নাতদন্তের ব্যবস্থা করে থানা পুলিশ।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযানে ১৫০০ লিটার রেক্টিফাইট স্পিরিটসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবী জানান, বুধবার গ্রেফতার চারজনকে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে তাদের দেওয়া তথ্য মতে, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বেশকিছু রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর