নাটোর ও নলডাঙ্গা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ
শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উল্টবড়গাছা গণপূর্ত স্টাফ কোয়ার্টার প্রাঙ্গনে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিমুল বলেন, ইসলামি জ্ঞান চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ ইসলাম ধর্মের গবেষণা ও প্রসারের লক্ষ্যে সারাদেশে একযোগে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন, যা দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।
নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কাশেম প্রমুখ।
রাজশাহী বার্তা/admin