সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ স্কুল শিক্ষিকার মৃত্যু

সময়: 6:47 pm - February 7, 2021 | | পঠিত হয়েছে: 167 বার

সিরাজগঞ্জ বাস চাপায় প্রাণ হারালেন ২ সন্তানসহ মা। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে হারিয়ে শোকে কাতর নিহতের স্বজন ও প্রতিবেশীরা। 
এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাসের চালক ও সহকারি। পুলিশ বলছে, বাসের চালক ও সহকারিকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, সিরাজগঞ্জের পৌর এলাকা মিরপুরের নিজ বাড়ি থেকে স্কুল শিক্ষিকা রুনি খাতুন তার ১২ বছরের ছেলে আদি ও ৭ বছরের মেয়ে ছয়েবা কে নিয়ে কেনাকাটা করার জন্য রিকশা যোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি মিরপুর কালা চান মোড়ে পৌছালে একটি ট্রাকের পিছনে পড়ে। সেই সময় বেলকুচি থেকে একটি দ্রুতগামী বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা রুনি খাতুর ও তার ছেলে আদি নিহত হয়। আহত হয় মেয়ে ছয়েবা ও রিকশা চালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছয়েবা।

দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে হারিয়ে শোকে কাতর নিহতের স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভেঙ্গে পড়েন তারা। বাসের চালক ও সহকারি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বাসের চালক ও সহকারী।

নিহত রুনি খাতুন বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার ছেলে আদি ৫ম শ্রেণি আর মেয়ে ছয়েবা শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি বাসের চালক ও সহকারিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সদর থানার অফিসাস ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর