তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকের উপর ক্ষিপ্ত
রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ ২৩/০২/২০২০ রোজ রবিবার সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা ছিল, সকাল নয়টা ঠিকই মূল গেট ছিল উন্মুক্ত সকল শিক্ষার্থী ও অভিভাবক দের জন্য, এসময় ছাত্র-ছাত্রীদের গেটে কোন চেক করাও হয়নি।
তা ছাড়াও গত দুই পরীক্ষার সময় ৬ নং কক্ষে ঘড়িটা ছিল নষ্ট শিক্ষার্থীরা ঘড়ি ঠিক করার কথা বললেও সে ঘড়ির ঠিক হয়নি, এই কথাগুলো নজরে আসে স্থানীয় সাংবাদিকের, আদ সত্য কিনা তা দেখতে প্রবেশ করে সকাল ৯.৩০ মিনিট এ ওই সাংবাদিক ,গিয়ে নজরে পড়ে ও ঘড়িটি বন্ধ, এসময় শিক্ষার্থীরা বলে অনেক বলার পরেও ঘড়িটি ঠিক করা হয়নি।
পরে প্রধান শিক্ষকের রুমে গেলে তদারকি কর্মকর্তা সারের সাথে কথা বলে বাহিরে চলে আসে, গেটে প্রধান শিক্ষক আতাউর রহমান দুই পরীক্ষার্থী ও অভিভাবকদের রুমে সাক্ষাৎ করানোর পরে বাহির করে দেন এ সময় ওই সাংবাদিকদের ভিতরে কেন প্রবেশ করেছে তা জানতে চায় এবং অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবেনা এই মর্মে তার তার ওপর ক্ষিপ্ত হয় তিনি উত্তরে বলেন শিক্ষার্থীর অভিভাবক কি করে এখানে প্রবেশ করান শিক্ষার্থীর অভিভাবক যদি প্রবেশ করতে পারে তাহলে আমি সাংবাদিক কেন প্রবেশ করতে পারবে না এ কথা বললেই তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গেট থেকে বাহির করে দেন এবং বলে কে ভিতরে প্রবেশ করবে না করবে সেটা আমি দেখব, পরীক্ষার্থীর অভিভাবক কেন বা কিসের বিনিময়ে প্রবেশ করান এবং সাংবাদিক দেখলে তিনি কেনইবা ভয় পান এ বিষয়ে বোধগম্য নয়।
প্রধান শিক্ষক আতাউর রহমানের এমন আচরণে তীব্র নিন্দা জানাই।
রাজশাহী বার্তা/admin