রাজশাহীতে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস’এন্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদের মানববন্ধন

সময়: 7:28 pm - February 10, 2021 | | পঠিত হয়েছে: 184 বার

রাজশাহীতে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস’এন্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে এইচ.এস.সি পাশ করার পরে কাউন্সিল কর্তৃক প্রণীত নির্দিষ্ট সিলেবাস ও কোর্স কারিকুলামে সম্পূর্ণ ইংরেজী মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় আধিভূক্ত ৪ বছর মেয়াদী বি.এস.সি ইন নার্সিং (স্নাতক), ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং কোর্স ও ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চলমান। যা বাংলাদেশ ও বহিবিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা আরও বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ২৪ নং ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের অনুমােদন ব্যাতিত কোনাে প্রতিষ্ঠান নার্সিং কোর্স পরিচালনা করা আইনত দন্ডনীয় অপরাধ। ২৭ নং ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের নিবন্ধন ব্যাতিত কোনাে ব্যাক্তি নিজেকে নার্স পরিচয় দিতে পারবে না এবং উক্ত বিধান লঙ্ঘনে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১ বছরের কারাদেন্ডর বিধান রয়েছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বাের্ডের অধীনস্থ পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে এস.এস.সি পাশ করার পরে বাংলা মাধ্যমে ও ভিন্ন সিলেবাসে ৪ বছরের ডিপ্লোমা ইন পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে পড়ালেখা সম্পন্ন করে। যার সাথে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত নার্সিং শিক্ষার কোনাে সম্পর্ক নেই। কিন্তু দীর্ঘদিন যাবত ডিপ্লোমা ইন পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্স থেকে পাশ করা শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের নিবন্ধন চাচ্ছে। যা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। যা বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্য ব্যাবস্থা ভেঙে পড়বে। কারন দক্ষ নার্স দেশের জন্য আশির্বাদ। নার্সদের আন্দোলনের মুখে গত ১০ -০২-২০২০ ইং তারিখ কারিগরি শিক্ষা বাের্ড থকে নার্সিং ও টেকনােলােজি কোর্স বাতিল করে দেয়া হয়। কিন্তু গত ১৭-০১-২০২১ ইং স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি সভায় ডিপ্লোমা ইন পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়েকে এমন সিদ্ধান্ত বাতিলের আনুরােধ জানাই এবং ডিপ্লোমা ইন পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন না দিয়ে পেসেন্ট কেয়ার টেকনােলজি নামে তাদেরকে নিবন্ধন দেয়ার অনুরোধ জানাই। কারন ডিপ্লোমা ইন পেসেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে পড়ালেখা সম্পন্নকারীদের নার্সিংয়ের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত দেশের নার্স সমাজ প্রত্যাখ্যান করেছে। তাই অবিলম্বে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় দেশের নার্সরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

এসময় তারা তাদের দাবি ও এর স্বপক্ষে যুক্তিগুলো তুলে ধরেন। নিম্নে দাবিগুলো ও এর স্বপক্ষে যুক্তিগুলো তুলে ধরা হলো: ১। কারিগরি মুক্ত নার্সিং চাই। কারণ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অন্তর্ভুক্ত তিনটি কোর্স চালু রয়েছে। বি. এস. সি. ইন নার্সিং (৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি (৩ বছর) এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর)।যেখানে প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি হতে হলে এইচ এস সি পাশ করে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়ে কোর্সে ভর্তি হয়ে ইংরেজি মাধ্যমে পড়াশােনা করতে হয়। বি, এস, সি, নার্সিং কোর্সের ক্ষেত্রে বাধ্যতামূলক এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হয়। কিন্তু কারিগরির অন্তর্ভুক্ত পেশেন্ট কেয়ার টেকনােলজি কোর্সে উল্লেখিত কোনাে বৈশিষ্ট্যই পূর্ণ করা হয় না। কেননা তারা যেকোনাে বিভাগ থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই উল্লেখিত কোর্সে ভর্তি হয়ে বাংলা মাধ্যমে পড়াশােনা করে। এছাড়াও কোর্স কারিকুলামে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং কারিগরি পেশেন্ট কেয়ার টেকনােলজি বিস্তর ফারাক তাে রয়েছেই। ২। দ্রুত সময়ে লাইসেন্সিং পরিক্ষা নিতে হবে।

৫ ই ফেব্রুয়ারী বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ৩। পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের মিডওয়াইফারির অন্তর্ভুক্ত করণ চলবে না। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর) কোর্সে ভর্তি হতে হলে এইচ এস সি পাশ করে ভর্তি পরীক্ষার মাধ্যমে যােগ্যতার পরিচয় দিয়ে মেধা তালিকায় স্থান করে নিতে হয়। পুরাে ৩ বছরের কোর্সে মােট ৩৩ টি বিষয়ে ইংরেজি মাধ্যমে পড়াশােনা করতে হয়। অপরদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকারা এস এস সি পাশ করে নামে মাত্র কয়েকটি বিষয়ে পড়াশােনা করে ১৮ মাসে একটি কোর্স সম্পন্ন করে যাহা কখনই ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সমতুল্য নয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর