জয়পুরহাট পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী যাঁরা

সময়: 1:25 pm - March 1, 2021 | | পঠিত হয়েছে: 172 বার

জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গতকাল (২৮ ফেব্রুয়ারি) রবিবার জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন অফিসের তথ্যমতে জানাগেছে, জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারমধ্যে ব্লাকবোর্ড প্রতীকের প্রার্থী মোঃ ওয়ালিউজ্জামান ১৬২১ ভোটে কাউন্সিলর পদে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থী জাকারিয়া হোসেন পেয়েছেন ১৩৬০ ভোট।

 

০২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১০১০ ভোটে নির্বাচিত হন উটপাখি প্রতীকের প্রার্থী সোহেদুল আহসান। আব্দুস সোবহান মন্ডল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ব্লাকবোর্ড প্রতীকের প্রার্থী পেয়েছে ৯৩৬ ভোট।

 

০৩নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে  লড়াই করেছেন ৬জন প্রার্থী। তারমধ্যে উটপাখি প্রতীকের প্রার্থী জাকির হোসেন ১২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছেন ৮১৩।

 

০৪নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করেছে ৯ প্রার্থী। সেখানে সেলিমুর রহমান বাবুল উটপাখি প্রতীকে ১০৩৩ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ৯৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

 

০৫নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবার লড়াই করেছে ৮জন প্রার্থী। পানির বোতল প্রতীকে লড়াই করা দেওয়ান ইকবাল হোসেন ১৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্লাকবোর্ড প্রতীকে ৫৪৪ ভোট পেয়েছেন রফিকুজ্জামান রহিম।

 

০৬নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০জন প্রার্থী অংশ নিয়েছিল। তবে মামুনুর রশিদ ঢেঁড়স প্রতীকে নির্বাচন করে ১০৬৮ ভোট পেয়ে ছিনিয়ে নিয়েছে বিজয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ জাহাঙ্গীর তুহিন ডালিম প্রতীকে ভোট পেয়েছে ২৯২।

 

০৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল ৭জন প্রার্থী। সেখানে নির্বাচিত মতিয়ার রহমান বাবু পানির বোতল প্রতীকে ভোট পেয়েছে ২০১৪। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে খায়রুল আলম নয়ন পাঞ্জাবি প্রতীকে পেয়েছে ৯১৪।

 

০৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৫জন। সেখানে দ্বিতীয় বারের মতো এবারও নূরে আলম সিদ্দিক ডালিম প্রতীকে ১৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম জাহাঙ্গীর কবীর ব্লাকবোর্ড প্রতীক পেয়েছে ৯৬৪ ভোট।

 

০৯নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০জন প্রার্থী নির্বাচন করেছে। বিজয় ছিনিয়ে নিয়েছে হায়দার আলী পলাশ পানির বোতল প্রতীকে ১৩৯১ ভোট পেয়ে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক কুমার আগারওয়ালা ফাইল কেবিনেট প্রতীকে ভোট পেয়েছে ৫০৮।

 

এদিকে ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে মোছাঃ জান্নাতুল ফেরদৌস চশমা প্রতীকে ২৭২৩ ভোটে সংরক্ষিত মহিলা আসন-১ (১,২,৩ ওয়ার্ড) এ নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসন-২ (৪,৫,৬ ওয়ার্ড) এ নির্বাচিত হয়েছেন পাপিয়া টেলিফোন প্রতীকে ৪০৮৮ ভোট পেয়ে এবং মোছাঃ মুন্নুজান আনারস প্রতীকে ৩৮১০ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা আসন-৩ (৭,৮,৯ ওয়ার্ড) এ নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর