চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সময়: 3:53 pm - March 3, 2021 | | পঠিত হয়েছে: 756 বার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিপুর গ্রামে প্রতিপক্ষের আঘাতে মজিবুর রহমানের (৫২) মৃত্যু হয়।

 

নিহত মজিবুর পৌরসভার হরিপুর গ্রামের মৃত নজরুল ইসলাম (ননী)’র ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জমিজমা বিষয়ে দীর্ঘদিন হতে প্রতিবেশী মৃত তসলিম ‍উদ্দীনের ছেলে মোশারফের সাথে বিরোধ চলছিল নিহত মজিবুরের। বুধবার সকালে মোশারফ বিরোধকৃত জমিতে শ্রমিক নিয়ে মাটি কাটতে গেলে মজিবুর বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে মোশারফ ধাক্কা দিয়ে মজিবুরকে গর্তে ফেলে দেয়। এরফলে মজিবুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষনা করে।

 

 

খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, লাশ ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর