জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য

সময়: 6:12 pm - March 4, 2021 | | পঠিত হয়েছে: 247 বার

আকতার হোসেন বকুলঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির কড়িয়া মন্ডলপাড়া এলাকায় রাস্তার সরকারি বড় বড় ২টি গাছ স্থানীয় ইউপি সদস্য কাটার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার এম এম আশিক রেজা একটি ছ’মিল থেকে গাছের ডালগুলো জব্দ করেন। গত মঙ্গলবার স্থানীয় পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান লোকজন দিয়ে ইউক্যালিপ্টাস ২টি গাছ কাটেন। গাছের গুড়িগুলো কড়িয়া বাজারের কায়েশের ছ’মিলে রাখেন। পরে ভূমি অফিসার গাছগুলি উদ্ধার করে নিজ অফিস চত্বরে জমা রাখেন। ছ’মিলের বৈধ্য কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউপি সদস্যর মোবাইলে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। তার পরিবারের দাবী গাছগুলি মসজিদের কাজের জন্য কাটা হয়েছিল।

 

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসার বলেন, অবৈধ্যভাবে সরকারি কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। নির্বাহী অফিসারের নির্দেশে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিঁনি জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর