রাজশাহীতে নতুন তারিখ বসিয়ে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি করায় ‘বেলিফুলকে’ জরিমানা

সময়: 9:33 pm - March 4, 2021 | | পঠিত হয়েছে: 242 বার

মেয়াদোত্তীর্ণ দইয়ে নতুন তারিখ বসাচ্ছিল রাজশাহীর জনপ্রিয় মিষ্টি উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বেলিফুল। মঙ্গলবার (০২ মার্চ) সকালে নগরীর রেলগেট বিন্দুমোড় এলাকায় প্রতিষ্ঠানটির বিক্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় এক ভোক্তা।

এরপর বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফকে জানান ভোক্তা। বুধবার (০৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ডাক পড়ে বেলিফুলের। জেরার ‍মুখে বিষয়টি স্বীকার করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে বেলিফুলের ওই বিক্রিয় কেন্দ্রে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এ সময় যথাযথভাবে পণ্য বিক্রি ও সরবরাহ না করায় বেলিফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৫ ধারায় তাদের এ জরিমানা করা হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকার মিতু ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে পাওয়া যায় বিক্রিনিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’। পরে ওই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি পণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ করছিল না। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীকে এই কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। সেই সঙ্গে  সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলবে বলেও জানান হাসান আল মারুফ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর