বৈদ্যুতিক খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু, তদন্তে কমিটি

সময়: 10:44 pm - March 8, 2021 | | পঠিত হয়েছে: 109 বার

সিরাজগঞ্জ সদর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটি পড়ে গিয়ে সুজন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামের এই ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ তদন্ত কমিটি গঠন করেছে। নিহত সুজন ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. মাসুম সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা বলেন, পিলারের নিচে চাপা পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর