রাজশাহীতে পরিমাণে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা
সময়: 6:50 pm - March 9, 2021 | | পঠিত হয়েছে: 95 বার
লিয়াকত রাজশাহী : গত সোমবার, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এঁর নেতৃত্বে রাজশাহী মহানগরীর চন্দিমা, শাহ মখদুম,পবা, ও বোয়ালিয়া মেট্রো থানাধীন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে পরিমাপে কারচুপির দায়ে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৭০,০০০/- জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।
রাজশাহী বার্তা/admin