প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আ’লীগের সমাবেশ

সময়: 9:36 pm - March 9, 2021 | | পঠিত হয়েছে: 113 বার

বিএনপির বিভাগীয় সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আ’লীগের সমাবেশ চলছে। সোমবার (০৯ মার্চ)  বেলা ৩টায় নগরীর রাণীবাজার বাটার মোড়ে এ  প্রতিবাদ সমাবেশ শুরু হয় ।

গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিএনপির বিভাগীয় সমাবেশে দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাণনাশের যে হুমকির দিয়েছেন এর প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে দলটির কেন্দ্রীয় কমিটির আরেক সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়ত জোট সারাদেশে কী করেছে তা দেশের জনগণ জানেন। আপনারা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মিনু আপনার দলের নেতাকর্মীরা সে সময় সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করেছে। শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছেন। কিন্তু আপনারা সফল হন নি।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, লায়েব উদ্দিন লাবলু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২ মার্চ বিএনপি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘হাসিনা রেডি হও, আজ সন্ধ্যা, কালকে তোমার সকাল নাও হতে পারে। মনে নাই পঁচাত্তর সাল? পচাত্তর সাল মনে নাই?’। এ ঘটনায় মঙ্গলবার প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা মিনুসহ দলের চার নেতার নামে মামলা দায়েরের জন্য রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর