বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সময়: 7:55 pm - March 10, 2021 | | পঠিত হয়েছে: 95 বার

দলীয় কোন্দলের জের ধরে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) দুপুরে শহরের টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ শহর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ তাদের সংগঠনের কর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে সভা করছিলেন। বেলা ১২টায় শুরু হওয়া সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। সভা একঘণ্টা চলার পর শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম ও তার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। এসময় নাসিম দাবি করেন পূর্ব কোনো কর্মসূচি ছাড়া সভা হচ্ছে এবং তাদেরকে জানানো হয়নি। এনিয়ে প্রথমে দুইপক্ষর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহর স্বেচ্ছাসেবক লীগ (উত্তর) যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সোহান, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল ও ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সোহেল আহত হন।

এদিকে শহর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) সভাপতি নাসিমুল বারী নাসিম জানান, দুপুরে দলীয় কার্যালয়ে শহর শাখার পূর্বনির্ধারিত বর্ধিত সভার আয়োজন করা হয়। কিন্তু কোনো কিছু না জানিয়ে সংগঠনের জেলা সভাপতি সাজেদুর রহমান শাহীন উত্তরের নেতাকর্মীদের নিয়ে নির্ধারিত সময়ের আগেই সভা শুরু করেন। তিনি দাবি করেন শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণ করে দুটি কমিটি করা হয়েছে যা সংগঠনের নিয়ম বহির্ভূত।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন বলেন, ‘শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভা চলছিল। এ সময় শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম তার লোকজন নিয়ে সভায় প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে মারপিটে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের তিন জন আহত হন। এ ঘটনার সাথে জড়িতদের সকলকে বহিস্করের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তিনি।’

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর