বগুড়ায় কয়েল কারখানায় আগুন, নিহত ১
বগুড়ার শিকারপুরে ওয়ান নামে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে একজন মারা গেছেন। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (২৫) কয়েল কারখানার নৈশপ্রহরী। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদরের শিকারপুরে ওয়ান নামে ওই কয়েল কারখানায় শনিবার ভোরে আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আমরা সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থল শিকারপুরের দিকে রওনা করি। তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ সময় অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন ওই কারখানার শ্রমিক। তিনি অগ্নিদগ্ধ ও অক্সিজেনের অভাবে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কয়েল ও সিগারেট তৈরির কারখানাটি ছয় মাস আগে ওই এলাকায় স্থাপন করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
রাজশাহী বার্তা/admin