সিরাজগঞ্জে আবারও শিশু চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার

সময়: 6:59 pm - March 15, 2021 | | পঠিত হয়েছে: 99 বার

সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রাম থেকে রোববার (১৪ মার্চ) ভোরে আড়াই মাস বয়সী একটি মেয়ে শিশু চুরি হয়। এ ঘটনার ৬ ঘণ্টা পর দুপুর পৌনে একটার দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে চেকপোস্ট বসিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। 

চুরি যাওয়া শিশু বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের সুলতান-নারগিস দম্পতির মেয়ে।

বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমীন সরকার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি ফজরের নামাজের পর হারিয়ে যায়। একজন ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জি ঘটনাস্থল থেকে বলেন, হারিয়ে যাওয়া শিশুটির বয়স মাত্র আড়াই মাস। বিষয়টি সন্দেহজনক হওয়ায় শিশুটির মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, শিশুটি হারানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চেকপোস্ট বসানো হয়।এরপর ভদ্রঘাট এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে শিশুটিকে তার মামা-মামির কাছ থেকে উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. স্নিগ্ধ আক্তার শিশু চুরি যাওয়া ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর