সিরাজগঞ্জে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

সময়: 6:55 pm - March 16, 2021 | | পঠিত হয়েছে: 395 বার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তি খাতুন (২১) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত মুক্তি খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গাজী আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আড়াই বছর আগে ২০১৭ সালে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয় মুক্তি খাতুনের। তাদের সংসারে মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল নামের এক শিশুর জন্ম হয়। ২০২০ সালে শিশুটির বয়স ৯ মাস হয়। ওই বছরের ২৮ এপ্রিল রাতে আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। এরপর বাড়ির সবাই তারাবিহর নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লাহর বাড়ি যান। তারাবিহ নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল। এসময় মুক্তি খাতুন পলাতক ছিলেন। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে মুক্তি খাতুনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ এই রায় দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর