পাবনার চাটমোহরে গৃহপরিচারিকাকে শ্বাসরোধে হত্যা

সময়: 7:21 pm - March 18, 2021 | | পঠিত হয়েছে: 128 বার

পাবনার চাটমোহরে এক গৃহপরিচারিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই নারীর নাম যমুনা রানী সরকার (৫৫)। তিনি পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, যমুনা রানী নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার (১৭ মার্চ) রাতে কাজ শেষে ও পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। এরপর তার আর খোঁজ মেলেনি।

সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেওয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ যমুনা রানীর লাশ উদ্ধার করে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, যমুনা রানী সরকারের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়।

তিনি আরও বলেন, কারা, কী কারণে তাকে হত্যা করেছে? সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর