ব্যবসায়ী শহিদুল হত্যায় ছয়জনের যাবজ্জীবন

সময়: 1:08 am - March 24, 2021 | | পঠিত হয়েছে: 104 বার

বগুড়ায় খাতা-কলম ব্যবসায়ী শহিদুল ইসলাম (২৩) হত্যাকাণ্ডের ১২ বছর পর ওই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে হত্যার সঙ্গে জড়িত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বগুড়ার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ মামলার রায় ঘোষণা করেন।

জানা যায়, নিহত শহিদুল বগুড়া শহরের তালুকদার মার্কেটে খাতা-কলমের ব্যবসা করতেন। তিনি কাহালু উপজেলার লোহাজাল গ্রামের আনসার আলীর ছেলে। ২০০৯ সালের ২ মার্চ রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে লুকিয়ে রাখেন আসামিরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কাহালু উপজেলার শিলকঁওর এলাকার আতিকুর রহমান আতিক (৩২), একই এলাকার আব্দুল হাই ওরফে দুলাল (৪০) ও বক্কর সরকার (৩২), লোহাজাল গ্রামের আবু বক্কর সিদ্দিক (৩৮), সাজ্জাদ হোসেন (৪০) এবং আব্দুর রাজ্জাক (৩৭)।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২ মার্চ রাতে শহিদুল বগুড়া শহরের তালুকদার নিউ মার্কেটের খাতা-কলমের দোকানের ব্যবসা শেষে রাত দশটায় বিবির পুকুর এলাকায় আসার পর নিখোঁজ হন। পরদিন দুপুরে বগুড়া-সান্তাহার সড়ক-সংলগ্ন এমবি হ্যাচারির পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে শহিদুল ইসলামের লাশ উঠে আসে।

এ বিষয়ে ওই দিন ভিকটিম শহিদুলের ভগ্নিপতি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় আসামি আতিক ছাড়া বাকি পাঁচজন আসামি উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর