সাবেক মন্ত্রীর ছেলে-ভাতিজার নেতৃত্বে আ.লীগ কর্মীকে হত্যার অভিযোগ

সময়: 7:01 pm - March 25, 2021 | | পঠিত হয়েছে: 59 বার

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও ভাতিজার নেতৃত্বে সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি। এ সময় চৌহালী উপজলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আজগর আলী বিএসসি বলেন, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় এনায়েতপুর বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার আগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নানু বিশ্বাসের নেতৃত্বে সস্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এ হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর