সোনামসজিদে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে সোনামসজিদ স্থলবন্দরের পানামা সোনাসজিদ পোর্ট লিংক লিমিটেডের উদ্যোগে হাড়ি ভাঙা, রশি খেলা, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরণের খেলাধূলা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপি পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ড প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পানামার ম্যানেজার বেল্লাল হোসেন। প্রতিযোগিতায় কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিক অংশগ্রহণ করে। এর আগে পানামা সোনাসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে রক্তের গ্রুপ নির্ণয়ের চারদিন ব্যাপি কর্মসূচি শেষ হয়। পানামা পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার বেল্লাল হোসেন জানান, সরকার ঘোষিত স্বাধীনতার সূবর্ণজয়ন্তী দশদিনের কর্মসূচির অংশ হিসেবে পানামা চারদিনব্যাপি প্রায় ১ হাজার ৩শ’ শ্রমিকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সমাপ্ত হয়েছে। পানামা সোনামসজিদ পোট লিংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচিতে একজন মেডিকেল অফিসার ও পাঁচজন নার্স দায়িত্ব পালন করেন। কর্মসূচিতে নেতৃত্বে দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন।
রাজশাহী বার্তা/admin