বগুড়ায় অগ্নিকাণ্ডে ১৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
বগুড়ার শেরপুর উপজেলায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটটির চারটি দোকান সম্পুর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার বছর আগে শালফা গ্রামের বাসিন্দা আবু হানিফ ওই বাজারের বাবার নামে হারেজ উদ্দিন টিনসেড মার্কেট তৈরি করেন। শনিবার হঠাৎ ওই মার্কেটে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় চারটি দোকান সম্পুর্ণ ভস্মিভূত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত সেখানে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরইমধ্যে হারেজ উদ্দিন মার্কেটে অবস্থিত বাবলু মিয়ার ওষুধের দোকান, জাহাঙ্গীর ইসলামের তুলার দোকান, সুবল শীলের সেলুন ও রবিউল ইসলামের কাপড়ের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজশাহী বার্তা/admin