হরতাল ও বিক্ষোভে বাধা সৃষ্টি হলে দায় সরকারকে নিতে হবে, হুঁশিয়ারি মামুনুলের

সময়: 8:16 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 74 বার

হরতাল ও বিক্ষোভ সমাবেশের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো রকম বাধা সৃষ্টি করা হলে দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক।

শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, শুক্রবার হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করেছে ছাত্রলীগ-যুবলীগ।

জুমার নামাজ শেষে মুসল্লিরা প্রতিবাদ জানাতে চাইলে দেশিয় অস্ত্র লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তাদেরকে বেধরক পিটিয়ে আহত করেছে বলেও অভিযোগ করেন মাওলানা মামুনুল হক। তিনি আরো বলেন, বায়তুল মোকাররম, যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিসহ দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিদের ওপর যেভাবে হামলা করা হয়েছে, তার প্রতিবাদে রবিবার শান্তপূর্ণ হরতাল পালিত হবে। কোনো উস্কানি দেয়া হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর