বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু
উত্তরবঙ্গে করোনার হটস্পট বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন।
সোমবার (২৯ মার্চ) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে জাহিদ হাসান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। এর আগে রোববার (২৮ মার্চ) জেলায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে বগুড়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনার ফলাফলে নতুন করে ২৫ জনের করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১২ দশমিক ১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন তিনজন। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে ২০ জন সদর উপজেলার, আদমদিঘীর দুইজন এবং বাকি তিনজন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৯ মার্চ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতারে ১৭ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ এসেছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮২১ জন। এছাড়াও নতুন করে একজনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা ২৬১ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন।
রাজশাহী বার্তা/admin