জয়পুরহাটের ক্ষেতলালে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

সময়: 3:12 am - March 31, 2021 | | পঠিত হয়েছে: 67 বার

জয়পুরহাটের ক্ষেতলালে করোনায় দীনেশ কুমার মহন্ত (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে জেলা আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

দীনেশ কুমার মহন্ত উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নিতাই মহন্তের ছেলে।

জয়পুরহাটের ৬০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ৫২ জনের নমুনা নেগেটিভ হলেও ৮ জনের শরীরে এই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

হাসপাতালে ভর্তি করোনা রোগীরা হলেন- আধুনিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার নাজমুল হক (৫৫), সদর উপজেলার ভাদসা টুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে লোকমান (৬৫) ও একই উপজেলার ভাদসা গ্রামের কফিলউদ্দিনের ছেলে নাজিমউদ্দিন (৬২)।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‌‘আক্রান্ত বৃদ্ধ করোনা আক্রান্তের পর বেশকিছু দিন থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট বেশি হলে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা। কিন্তু সেখানে নেয়ার আগে বিকেলেই জয়পুরহাট হাসপাতালে তার মৃত্যু হয়।’

 

হাসপাতালে তিন করোনা রোগী ভর্তি ও মঙ্গলবার জেলায় ৮ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টিও নিশ্চিত করেন সিভিল সার্জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর