চিরনিদ্রায় শায়িত ভাষাসৈনিক আবুল হোসেন

সময়: 11:28 pm - March 31, 2021 | | পঠিত হয়েছে: 99 বার

চিরনিদ্রায় শায়িত হলেন রাজশাহীর ভাষাসৈনিক আবুল হোসেন। বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর টিকাপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে গোরস্থান সংলগ্ন টিকাপাড়া ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় মেয়র লিটন ভাষাসৈনিক আবুল হোসেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রাত পৌনে ৮টার দিকে ভাষাসৈনিক আবুল হোসেনের মরদেহ নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্ক শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিকেলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

অনেক আগেই স্ত্রীকে হারিয়েছেন দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল হোসেন। পরিবারের সঙ্গে নগরীর শিরোইল মঠপুকুর এলাকার বাসায় বসবাস করছিলেন এই ভাষাসৈনিক।

ভাষাসৈনিক আবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ৯ ফেব্রুয়ারি তাকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়। অসুস্থ হওয়ার পর তার করোনার নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোকবার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আবুল হোসেন যে অবদান রেখেছেন, জাতি তা চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর