করোনায় মারা গেলেন কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম

সময়: 7:31 pm - April 3, 2021 | | পঠিত হয়েছে: 110 বার

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক শামীমা ফেরদৌস শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৩ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শামীমা ফেরদৌস শিমুল রাকাবের মনিটরিং শাখা প্রধানের দায়িত্বপালন করছিলেন। তিনি রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হন শামীমা ফেরদৌস। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল বলেন, ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এজিএম শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি। তার বৃদ্ধা মা এবং দুই ভাইয়ের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর