পাঁচবিবিতে তিতুমীর ট্রেনের যাত্রাবিরতী

সময়: 2:01 am - April 5, 2021 | | পঠিত হয়েছে: 53 বার

রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের পাঁচবিবি স্টেশনে যাত্রা বিরতীর শুভ উদ্বোধন হয়। পাঁচবিবি স্টেশনে ট্রেনটি সকাল ১০টায় এসে পৌছালে ড্রাইভার ও পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ও মিষ্টি উপহার দেয় পাঁচবিবি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতী আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে।

 

রবিবার সকাল নটায় পাঁচবিবি স্টেশন চত্বরে পাঁচবিবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুন্ডুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের অর্থ বিভাগের কর্মকর্তা ও পাঁচবিবির কৃতিসন্তান গোলাম রব্বানী বাবু, নাট্যকার ও প্রবীন সাংবাদিক আমিনুল হক বাবুল, স্টেশন মাষ্টার আঃ আওয়াল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী ও দেওয়ান সিরাজুল ইসলাম সহ অনেকেই। পাঁচবিবিতে তিতুমীর ট্রেন যাত্রাবিরতীর জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় সাংসদ এডভোকেট সামছুল আলম, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহ আন্দোলনে অংশগ্রহন করা সকলকে ধন্যবাদ দেন বক্তারা।

 

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরহাদ আলম জুয়েল বলেন, আমাদের পাঁচবিবিবাসীর দীর্ঘদিনের আন্দোলনের সুফল আজ আমরা আংশিক পেলাম। আরো বেশ ক’টা আন্তঃনগর ট্রেন এই পথেই চলাচল করলেও যাত্রাবিরতী নেই সেইসব ট্রেনের বিরতীর জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেন তিঁনি। এছাড়া স্টেশনের কিছু অনিয়ম দূর করতে অন-লাইনে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রয়ের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর