রাজশাহী নগরীতে ডিবি হেফাজতে যুবকের আত্মহত্যার চেষ্টা

সময়: 7:55 pm - April 6, 2021 | | পঠিত হয়েছে: 123 বার

রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাহতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রবিন (২৩) নামের এক যুবক। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

রবিন নগরীর সাধুরমোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে পুলিশ পাহারায় রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি। নগর ডিবি কার্যালয়ে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নেন পুলিশ সদস্যরা।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমীন অসুস্থ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যার চেষ্টা নয়, মাদক সেবনের প্রতিক্রিয়ায় তিনি অসুস্থ হয়েছেন বলে দাবি করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি নগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

নাম প্রকাশ না করে নগর ডিবির এক কর্মকর্তা বলেন, ওই যুবক মাদকাসক্ত। মাদকের টাকার জন্য নিয়মিত ছিনতাই করতেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের ছয়টি মামলা রয়েছে।

মোবাইল ছিনতাইয়ের মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে ডিবি। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

হারপিক পানে ওই যুবকের আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, ছিনতাই মামলায় দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। ওই সময় তিনি টয়লেটে যেতে যান। কয়েক মিনিটের মাথায় টয়লেট থেকে বেরিয়ে ওই যুবক অসুস্থ হয়ে পড়েন। তাকে জিজ্ঞেস করে হারপিক পানের বিষয়টি নিশ্চিত হন পুলিশ সদস্যরা। তখনই রামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর