মুসলিম মেডিহেলথ ইউনানী এর নতুন কারখানার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

সময়: 11:01 am - February 29, 2020 | | পঠিত হয়েছে: 182 বার

মুসলিম মেডিহেলথ ইউনানী এর নতুন কারখানার উদ্বোধন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর শিরোইল কলোনী পশ্চিমপাড়ায় অবস্থিত এই নতুন কারখানার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রথমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং এরপর ফিতা কেটে কারখানার উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দীর্ঘদিনেও রাজশাহীতে শিল্পায়ন গড়ে উঠেনি। আমি দায়িত্বগ্রহণের পর থেকেই শিল্পায়ন প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল যথাক্রমে বিসিক-২, চামড়া শিল্পপার্ক ও বিশেষ অর্থতৈনিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। এগুলোর কাজ এগিয়ে চলেছে। এসব ক্ষেত্রে মহানগরীবাসীর অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মুসলিম মেডিহেলথ ইউনানীর চেয়ারম্যান মোঃ মাসুম সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মির্জা মোঃ আনোয়ারুল বাসেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সমুন, সংরক্ষিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ উম্মে সালমা, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কারখানাটি পরিদর্শন করেন মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর