মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশের আহ্বান -জেলা প্রশাসক শরিফুল ইসলাম

সময়: 2:23 pm - April 10, 2021 | | পঠিত হয়েছে: 81 বার

জয়পুরহাট পৌর এলাকায় প্রত্যেকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে  মসজিদে  প্রবেশের আহ্বান জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

তিনি বলেন,  গতবছর আমারা এ সময়  যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই  স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শনিবার সকালে জয়পুরহাট  পৌরসভার আয়োজনে শহরের জিরো পয়েন্টে পৌর এলাকার  মসজিদগুলোতে   মাস্ক, সাবান-ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট  বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাস্ক ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি  মসজিদে হাত ধোয়া  ব্যবস্থা রাখতে হবে।

পৌর এলাকার ১২৩টি মসজিদে সাবান ১৫০০পিচ,ব্লিচিং পাউডার ১০০০কেজি ডিটারজেন্ট ১৫০০কেজি  বিতরণ করা হয়।

বিতরণকালে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জয়পুরহাট  পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী  উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর