সাপাহারে ১৩০.৭০ একর সম্পত্তি ভূমিদস্যুদের দখলে
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের ৪ মৌজায় ১৩০.৭০ একর সম্পত্তি কয়েকজন ভূমিদস্যু কর্তৃক নিজের জমি দাবী করে অবৈধভাবে ভোগদখল করে আসিতেছে। জমির প্রকৃত মালিকদ্বয়ের পক্ষে বিষয়টি নিরসনের জন্য আরব আলী প্রশাসনের দ্বারে দ্বারে দীর্ঘ কয়েক যুগ ধরে ঘুরছে।
অনুসন্ধানে জানা গেছে, আমমোক্তারনামা/ “পাওয়ার অব এটর্নি” দলিলমূলে প্রাপ্ত পাতাড়ী মৌজায় ৭৬.৫৪ একর ও তিলনী মৌজায় ৫৪.৪৬ একর সম্পত্তি পাতাড়ী গ্রামের মৃত: ওয়াহেদ আলীর পুত্র, আলতাফুল রহমান (৬২), মৃত: হোসেন আলীর পুত্র ইব্রাহিম হোসেন (৬৫), মৃত: সাজ্জাদ আলীর পুত্র সাইফুল ইসলাম, মৃত: জসিম উদ্দীনের পুত্র বেলাল (৫০) দীর্ঘ কয়েকযুগ থেকে ওই সম্পত্তিটি জোরপূর্বক অবৈধভাবে দখল করে আসিতেছে।
এ বিষয়ে একাধীক বার স্থানীয় পর্যায়ে নিরসনের বৈঠক হলে ভূমিদস্যুগন সম্পত্তির বৈধ দলিলাদি প্রদর্শন করিতে পারিনি। বৈঠকে ভূমি দস্যুগণ প্রকৃত মালিকগণদের সম্পত্তি ক্রয় সহ রেজিস্ট্রি করিবে মর্মে আশ্বাষ প্রদান করেন। কিন্তু প্রতিবারেই সেই আশ্বাষ ভূমি দস্যুগণ ভঙ্গ করে। সম্পত্তির প্রকৃত মালিকগণ স্বরল বিশ্বাষে ভূমিদস্যুগণের কথা মেনে নেয়। তথাপিও ভূমিদস্যুগণ হীনমান্যতা এবং কুচক্রিতায় রেজিস্ট্রি করিয়া লইবে বলিয়া আশ্বস্ত করার পরেও রেজিস্ট্র না করিয়া অবৈধভাবে দখলে থাকা কালে উক্ত সম্পত্তি নিজের বলিয়া দাবী করে এবং স্থায়ী করণের লক্ষে লোভ-লালসার বশবর্তী হয়ে মনগড়াভাবে উক্ত সম্পত্তি নিজের বলিয়া স্থায়ী করণের লক্ষে উক্ত সম্পতি সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মহামান্য সুপ্রীম কোর্ট, ঢাকার আপীলেট বিভাগ হইতে গত ২৬-০২-২০১৯ তারিখে প্রকৃত সম্পত্তি মালিকদের পক্ষে রায় প্রদান করেন এবং অবৈধ দখলদারদের সম্পত্তি দখল ছাড়িয়ে দিতে বলেন। পরবর্তীতে অবৈধ দখলদার প্রকৃত সম্পত্তির মালিকদের সাথে সম্পত্তি আইনানুগ ভাবে রেজিস্ট্রি করে লইবে মর্মে আশ্বাষ করে।
পরবর্তীতে প্রকৃত সম্পত্ত্বির মালিকরা রেজিস্ট্রির বিষয়ে বললে অবৈধ দখলবাজরা সম্পত্ত্বির মালিক দের প্রাণ নাশের হুমকী দেয় এবং অবৈধ ভাবে ভোগদখল করে আসিতেছে।
বর্তমানে সম্পত্তির মালিকগন নিরুপায় হয়ে সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
রাজশাহী বার্তা/admin