সিরাজগঞ্জে সুদের টাকা না পেয়ে ৪ জনকে ছুরিকাঘাত
সিরাজগঞ্জে সুদের টাকা না পাওয়ায় হামলা চালিয়ে চার যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। রবিবার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের মিলন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- সয়াগোবিন্দ গ্রামের মিলন মোড়ের আব্দুল আউয়ালের ছেলে সজীব (২২), আলমের ছেলে মিলন (১৮), রঞ্জুর ছেলে সংগ্রাম (২২), মোসলেম উদ্দিনের ছেলে হৃদয় (১৮) মৃত শাহজামালের ছেলে রাজু (২৫)। পুলিশ ঘটনার জড়িত সুদারু শোভনকে আটক করেছে। এদের মধ্যে সজীবকে গুরুত্বর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, সয়াগোবিন্দ খান সাহেবের মাঠ এলাকার মৃত দেলুর ছেলে হাবুর কাছ থেকে মিলন তিন হাজার টাকা সুদের উপরে ধার নেয়। কিন্ত আয় রোজগার না থাকায় সময়মতো শোধ করতে পারে না। এ অবস্থায় রাত নয়টার দিকে মিলন মোড়ে হাবুসহ একই এলাকার শোভন, রিপন, দিল ও রিপন সুদের টাকার জন্য চাপ দেয়। কিন্তু টাকা দিতে না পারায় কথা কাটাকাটির একপর্যায়ে মিলনকে ছুরিকাঘাত করা হয়। এ সময় হামলা বাধা দেয়ায় সংগ্রাম, হৃদয় ও রাজুকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সজীবকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শোভনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজশাহী বার্তা/admin