বগুড়ায় ন্যায্যমূল্যে মিলছে দুধ-ডিম-মাংস
দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে বগুড়ার আদমদীঘি উপজেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড় টায় উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার কামরুন্নাহার আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা: মাসুদ রানা, ডেইরি এ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন, পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল আলম রবিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা।
ডা: কামরুন্নাহার আকতার বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।
তিনি আরো বলেন, লকডাউনেও খামারিরা যাতে তাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন এবং আমরা মানুষের হাতে নিরাপদ প্রাণিজ আমিষ পৌঁছে দিতে পারি- সেজন্য আমাদের এ প্রয়াস। আমাদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে প্রতিটি পণ্য বাজার দামের চেয়ে কম। এছাড়া গাড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে পৌছাবে। এতে ক্রেতা সাধারণ সহজেই এসব পণ্য কিনতে পারবেন।
রাজশাহী বার্তা/admin