সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

সময়: 6:14 pm - April 16, 2021 | | পঠিত হয়েছে: 93 বার

সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একবছরে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে দুই হাজার ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ছয়জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরে চার জন এবং উল্লাপাড়ায় একজন ও চৌহালী উপজেলায় একজন রয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, একবছরে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সদর উপজেলার এক হাজার ৬২০ জন রয়েছেন। এছাড়া উল্লাপাড়ায় ২৭৭ জন, কাজিপুরে ১২০ জন, রায়গঞ্জে ২২৫ জন, চৌহালীতে ১৯৩ জন, বেলকুচিতে ২৩৮ জন, শাহজাদপুরে ২৮২ জন, তাড়াশে ৬৩ জন ও কামারখন্দে ১১১ জন রয়েছেন।

 

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে দুই হাজার ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ছাড়াও তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর জুন মাসের প্রথম থেকেই ব্যাপকহারে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদরে ১০, শাহজাদপুরে চারজন, বেলকুচিতে পাঁচজন ও রায়গঞ্জে দুইজন রয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর