রোজায় খারাপ কাজ থেকে বেঁচে থাকার দোয়া

সময়: 7:35 pm - April 16, 2021 | | পঠিত হয়েছে: 382 বার

মাসব্যাপী সিয়াম সাধনায় আত্মশুদ্ধির মাস রমজান। আল্লাহ তাআলা এ মাসের প্রার্থনাকারীর সব আবেদন-নিবেদন, কাকুতি-মিনতি কবুল করেন। রমজানের আজকের দিনে গোনাহ ও অন্যায় থেকে বিচক্ষণতার সঙ্গে বিরত থাকার এবং নেক আমল করার প্রার্থনা এভাবে করবে রোজাদার-
اَللّهُمَّ ارْزُقْنِيْ فِيْهِ الذِّهْنَ وَالتَّنْبِيْهِ ، وَبَاعِدْنِيْ فِيْهِ مِنَ السَّفَاهَةِ وَالتَّمْوُيِهِ ، وَاجْعَلْ لِيْ نَصِيْباً مِنْ كُلِّ خَيْرٍ تُنْزِلُ فِيْهِ ، بِجُوْدِكَ يَا أَجْوَدَ الأجْوَدِينَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মার যুক্বনি ফিহিজ জাহনা ওয়াত তানবিহি; ওয়া বায়িদনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামউয়িহি; ওয়াঝআললি নাসিবাম মিং কুল্লি খাইরিন তুংযিলু ফিহি; বিঝুদিকা ইয়া আঝওয়াদাল আঝওয়াদিন।’

অর্থ : ‘হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করুন। অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকেও আমাকে দূরে রাখুন। আজকের দিনে আপনি যত ধরনের কল্যাণ দান করবেন; আপনার দয়ার ওসিলায় তার প্রতিটি দ্বারা আমাকে উপকার দান করুন। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।’

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর