নাটোরে ইটভাটা মালিকের জেল-জরিমানা

সময়: 9:36 pm - April 20, 2021 | | পঠিত হয়েছে: 73 বার

নাটোরের লালপুরে অনুমোদনহীন ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করায় একজনকে এক বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, লাইসেন্স গ্রহণ ব্যতীত নতুন ইটভাটা স্থাপন করায় মো. জাহাঙ্গীর আলমকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),  আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খালিদ হাসান বিভিন্ন স্থানে (উপর বাজার, স্টেশন বাজার, নীচাবাজার, দওপাড়া, হয়বতপুর, লক্ষিপুর বাজার) স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় তিনটি মামলায় তিন ব্যাক্তিকে ৯০০ টাকা জরিমানা করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাস্ক বিতরণ করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর