আমের জন্য আশীর্বাদ হয়ে বৃষ্টি নামল চাঁপাইনবাবগঞ্জে

সময়: 9:18 pm - April 26, 2021 | | পঠিত হয়েছে: 652 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ভোলাহাট ও গোমস্তাপুরে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু এলাকার আমের ক্ষতি হয়েছে। তবে যেসব এলাকায় শুধু বৃষ্টি হয়েছে সেসব এলাকায় আমের জন্য আশীর্বাদ এই বৃষ্টি। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে কিছু কিছু বাগানের আম ঝরে পড়ে।

বিশেষ করে শিবগঞ্জ পৌর এলাকা, কানসাট, শ্যামপুর, শাহবাজপুর, দাইপুখুরিয়া ভোলাহাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়। তবে কানসার্ট ইউনিয়নের কয়েকটি স্থানে শিলাবৃষ্টিতে আমের ক্ষতি হয়েছে।

একাডেমি মোড়ের আমচাষি ইসমাইল খান শামীম জানান, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে বেশকিছু বাগানের আম ঝরে পড়ে। তবে অনাবৃষ্টির কারণে যে আমগুলো বড় হচ্ছিল না তা এবার দ্রুত বড় হবে।

এদিকে ভোলাহাটে বজ্রপাতে খড়কপুর এলাকার আবদুল কাদিরের ছেলে রনি নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনব্গঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, অনাবৃষ্টির কারণে বাগানে যে আমের বোঁটা শুকিয়ে গেছিল, সেগুলো ঝরে পড়তে পারে। এছাড়া যদি কোনো এলাকায় শিলাবৃষ্টি হয়, তাহলে শিলার আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর