রাজশাহীতে নিজেদের বরাদ্দ থেকে খাদ্য সহায়তা দিলো সেনাবাহিনী

সময়: 7:24 pm - April 29, 2021 | | পঠিত হয়েছে: 121 বার

করোনা পরিস্থিতিতে রাজশাহীর কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তবে কোনো তালিকা ধরে নয়, চলতি পথে যখন যেখানে অসহায় মানুষের দেখা মিলছে, সেখানেই দাঁড়িয়ে খাদ্যসহায়তা দিচ্ছেন সেনাসদস্যরা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন শুকনো খাবার দেওয়া হয়। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-আর্টডক এর অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।

এর আগেও রাজশাহী জেলা ও মহানগরীর প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর