মার্কেটে গিয়ে স্বাস্থ্যবিধি মানতে বললেন রাজশাহীর পুলিশ কমিশনার
বিভিন্ন মার্কেটে গিয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
রোববার (২ মে) নগরীর আরডিএ মার্কেট ও নিউমার্কেটসহ শহরের আরও কয়েকটি বিপনিবিতানে গিয়ে পুলিশ কমিশনার এই আহ্বান জানান।
এ সময় তিনি দোকান মালিক ও ক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানান। যাদেরে মুখে মাস্ক ছিল না, পুলিশ কমিশনার তাঁদের একটি করে মাস্কও দিয়েছেন। এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, ঈদের বাজার চলা পর্যন্ত তিনি মাঝে মাঝেই বিপনিবিতানে যাবেন। পরের বার মাস্ক না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তার সাথে আরও ছিলেন আরএমপির বোয়ালিয়া জোনের উপকমিশনার সাজিদ হোসেন, সহকারী কমিশনার ফারজিনা নাসরিন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন প্রমুখ।
রাজশাহী বার্তা/admin