বগুড়ায় ৩ জনের মৃত্যু, একদিনে সুস্থ ৫৫

সময়: 8:51 pm - May 4, 2021 | | পঠিত হয়েছে: 226 বার

করোনার হটস্পট বগুড়ায় করোনায় মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

মৃতরা হলেন বগুড়ার নামুজা এলাকার জসিম উদ্দিন (৭৮), কাহালু উপজেলার হাসনাবানু (৭০) এবং সিরাজগঞ্জের রেজাউল হক (৩৫)। এদের মধ্যে হাসনাবানু ও রেজাউল বেগম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জসিম উদ্দিন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে। ৩ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসে ১০ নমুনায় দুজনের পজিটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১৬৫ নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৯ দশমিক ৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৫ জন। নতুন আক্রান্ত ১৫ জনের সবাই সদরের বাসিন্দা। এর আগের দিন জেলায় ১৯৫ নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৯০২ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৮৫৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭৫২ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর